Volume of Corruption at Shyamnagar BLLRO and its remedy, Shyamnagar BLLRO office address & Phone Number 2586-0016
শ্যাম নগর বিএলআরও(BL&LRO) অফিসে কি ভাবে এখন কাদের ১৩০/১৪০ টা করে সপ্তাহে রোজ মিউটেশন হচ্ছে,
শ্যাম নগর বিএলআরও(BL&LRO) অফিসে কি ভাবে এখন কাদের ১৩০/১৪০ টা করে সপ্তাহে রোজ মিউটেশন হচ্ছে,
প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার মাত্র ৫০ করে মানে মোট ১০০ টা ফর্ম ৫০ নাম পত্তনের জন্য বৈধ ভাবে জমা নেওয়া হতো লাইনে দাঁড়ানো নাগরিকদের থেকে! মানে সাড়া সপ্তাহে (R.O.)আর ও-রা রোজ (পাঁচ পাঁচটা ) ৫টা করে হেয়ারিং করার কথা,
কিন্তু বেশ কিছুদিন ধরে ওনারা(R.O.-রা) রোজ ৩২/৩৬ টা করে করছেন। এখন এটা একটা বৈধ প্রশ্ন তবে কী সরকারী অফিসের লোকেরা বেপথে দালালদের থেকে গাদা গাদা মোটা টাকার বিনিময়ে গভ্: মিউটেশন রেজীষ্টারে চোরাপথে তাদের ক্লায়েন্টদের নাম তুলে নিয়েছে সরকারী নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে?
এতো বিরাট টাকার কোড়াপশন সিআইডি কে কেশ হ্যান্ড ওভার করা উচিৎ। ১৪০ গুন ৫ দিন সপ্তাহে = ৬৫০ মোট মানে ৫৫০ অবৈধ কেশ।
২ মাস = ৪০ দিন বা ৮ সপ্তাহ = ৮গুন ৫৫০= ৪৪০০ টি অবৈধ কেশ।
মোট Scam-এর পরিমাণ ৪৪০০ গুন ৬০০ টাকা = ২৬৪০০০০/-
দু মাসে ২৬ লক্ষ টাকা , এর মানে ১৩ লক্ষ সরকারী কর্মচারীদের পকেটে যাবে। (ভাগাভাগি কজনে অনুমান সাপেক্ষ)
ওখানকার বিভাগীয় প্রধান বোধহয় এই পরিমাণ অনরর্থ বা অর্থর হাত বদল সম্পর্কে অবহিত নয়।
কেউ অর্থ পাক এতে আপত্তি নেই। কিন্তু এটা উৎপাদন করতে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে ওঁ তাদেরকে বানানো হচ্ছে দাবার ঘুটি পয়সা জেতার জন্য, ব্যাপারটা ভাল লাগছে না আমার আর আপনাদের?
[ কোনও ভাবেই ভীর জমতে দেওয়া চলবে না শ্যাম নগর বিএলএলআরও অফিসে। এই ভীরটাই ওখানকার দুর্নীতির ভিত্তি, এই ধারনা আরো দৃর হচ্ছে, ওখানকার সব প্লানিং-ই সকালে ভীর জমানো। ]
ভীরের আড়ালেই চলে দুর্নীতি । এটাই নিজেদের কুকর্ম লোকাবার কৌশল ।
পাকিস্থানের জঙ্গি দমনের মতো Good Terrorist বা Bad Terrorist গেম খেলা হচ্ছে। শ্যাম নগরে বিএলএলআরও -তে দুর্নীতি দমনের নামে দুর্নীতি লোকানোর খেলা চলছে।
------------------------------------------------------------------------------------------------------------
[[[ চালাকীটা শেষ মেষ ধরতে পারা গেছে! মাননীয় বি-এল-এল-র-আর-ও মশাইের কাছে আবেদন, আপনার অধস্তন কর্মীর ভীর জমানোর উপদেশ নেবেন না। আপনার Mutation Hearing Productivity হোলো ১২০ টা রোজ। কাজেই একটা নির্দিষ্ট Mutation কাউন্টার স্থির করুন, ও সাড়া দিন ৬ ঘণ্টা খোলা রাখুন, যে কেউ এসে নাম পত্তনের ফর্ম ৫০ জমা দিয়ে, ফি দিয়ে, রিসিট নিয়ে, ও সঙ্গে সঙ্গে মৌজা-wise হেয়ারিং-এর সিরিয়াল নং ও ডেট , নিয়ে বাড়ি চলে যাক, এই প্রসেস টা মাত্র ৫ মিনিট লাগার কথা , মানে দিনে ৭০ জোনেরও বেশী লোকের ফর্ম জমা নেওয়া হয়ে যাবে। একটু কিছু দিন ওভার টাইম করতে হবে। ১০০ জনের ফর্ম জমা নিলেই ভাল। এবার আপনি জানেন আপনার হাতে কত কেশ, ও আপনার ক্ষমতা মতো তাদের হেয়ারিং-এ ডাকুন ও NOTICING করুন, ফর্ম জমা দেওয়াটাই অর্ধেক শান্তি বাকী কাজটার জন্য আপনার নাগরিকরা শান্তভাবেই অপেক্ষা করবে। আপনাকে আপনার অধস্তন কর্মীরা বোধ হয় ভুল পথে চালিত করে চলেছে, ভীরের ভয় দেখিয়ে। একদিনে পর্চা দেবার কথা কম করে তিন মাস ভাববেন না। এই ব্যাপারটা কঠিন তাই কোনও নাগরিক চার তিন বার আস্তে হলেও কিছুই মনে করবে না। ]]] এই ভিড়টার হাত থেকে বাঁচতে হোলে ভিড়টাকেই শেষ করে দিতে হবে। এটাই হোল সব থেকে ভাল উপায়। এটার থেকে পালিয়ে কোনও লাভ নেই।
হেয়ারিং-এ ডাকার জন্য এই ভাবে স্লিপ ইস্যু করুন, তারিখ + সিরিয়াল নং, = ১২/১৩০, মানে ওই দিন মোট ১৩০ জনের মধ্যে উনি ১২ তম ব্যক্তি, ৮০/১৩০, মানে ওই দিন মোট ১৩০ জনের মধ্যে উনি ৮০ তম ব্যক্তি, তাহলে ওই নাগরিকটি হিসাব করে এক ঘণ্টা আগে বিএলআরও অফিসে এসে উপস্থিত হবে। সময় বাঁচাবে, ভীর হবে না।
হেয়ারিং-এ ডাকার জন্য এই ভাবে স্লিপ ইস্যু করুন, তারিখ + সিরিয়াল নং, = ১২/১৩০, মানে ওই দিন মোট ১৩০ জনের মধ্যে উনি ১২ তম ব্যক্তি, ৮০/১৩০, মানে ওই দিন মোট ১৩০ জনের মধ্যে উনি ৮০ তম ব্যক্তি, তাহলে ওই নাগরিকটি হিসাব করে এক ঘণ্টা আগে বিএলআরও অফিসে এসে উপস্থিত হবে। সময় বাঁচাবে, ভীর হবে না।
------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment