BLRO BLLRO BL&LRO Shyamnagar Address Ph No. 2586-0016>> আমি আবার BLRO Shyamnagar Office গেলাম নিজের কাজ করতে ও বুঝতে কিছু পরিবর্তন হল কিনা! গত একমাস এখানে কোনও কাজ হয় নি , কি বুঝলাম? চার জন Revenue Officer এর মধ্যে দুজন Corruptionএর Passive Participants, তাই কোনও কমপ্লেন এলে সব কাজ বন্ধ করে দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করে চলেছেন, তাই দেখলাম যাতে উদ্ধস্তন সরকারি অফিসাররা যাতে শ্যামনগর এসে সব কিছু চাক্ষুষ না করতে পারেন তাই মিউটেশন প্রণালী সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছেন, শয়ে শয়ে লোক প্রতি সোম ও মঙ্গল বার এখানে এসে ফিরে চলে যাচ্ছেন, কার কোনও ভ্রূক্ষেপ নেই। উদ্দেশ্য দুর্নীতি যেন লোক চক্ষুর আড়ালে চাপা দিয়ে রাখা যায়। ( বাকী সব ব্লগ পড়ার জন্য উপরে ডান পাশের Blog Archive-এ গিয়ে পর পর পড়ুন! )
অপরাধী এক - একজন সরকারী কর্মী সকাল ৯টাতেই অফিসে আসে ও এসে নিজের সরকারি পদ মর্যাদাকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে সব মিউটেশন বা (জমির পর্চার) সার্ভিসপ্রার্থীকে বাধ্য করে এই দিন শুরুর strategic সময় ১০টা কে কাজে লাগিয়ে সবাইকে দুর্নীতির দিকে ঠেলে দেয়। যেই কেউ মিউটেশনের Form 50 নিয়ে আসে তো তাঁকে বলে দেয় সরকারিভাবে "সকাল ৬টায় এসে নিচে লাইনে দাড়ান এখানে ১০টায় পর আর কাউন্টারে কোনও ফর্ম জমা নেওয়া হয় না!! আপনি কোনও মহূরী খুঁজে নিয়ে আপনার মহূরীর/দালালের সঙ্গে এ ব্যপারে কথা বলুন!!"
অপরাধী দুই** - মিউটেশন কাউন্টারের (UDC) হেড ক্লাক - উনি ইচ্ছাকৃতভাবে এক ঘণ্টা দেরী করে ডট ১১টায় নিজের বসার জায়গায় এসে সামনের কাউন্টারকে পাকা এক ঘণ্টা কর্মহীন করে রাখেন যাতে একটা বিচ্ছিরি বেখাপ্পা ভীর জমে যায় ও এই উৎকন্ঠায় ভরা সময়টায় সব দালালরা হতদ্দম নাগরিকদের সঙ্গে রফা করে নিতে পারে এই ইচ্ছাকৃত সৃষ্টি করে দেওয়া সুযোগটাকে কাজে লাগিয়ে। ফলে সঙ্গে এও ম্যাসেজ স্পষ্ট ভাবে সবার মাথায় ঢুকে যায় নিজে নিজের কাজ করে নেওয়া এখানে প্রায় অসম্ভব। এই (unholy Govt.+Private partnership) ইছাকৃতভাবে সৃষ্টি করা অসুবিধাটাই (এটাই হোল মূল দুর্নীতি যা চেনা শক্ত) প্রতিটি মিউটেশন রেটকে অতিরিক্ত হাজার টাকায় নিয়ে যায়। যা দুভাগে ভাগ হয়। নিচে যারা দালালদের কাছে ৯ঃ৩০ মিঃ ফর্ম ৫০ জমা দেয় তাদেরি কেবল ১০টার পর অফিসের মিউটেশন কাউন্টারের লাইনে থাকতে দেওয়া হয়।
অপরাধী তিন - এক Revenue Officer - উনি সরাসরি দালালদের থেকে ফাইলের বান্ডিল জমা নেন লাইন ডিঙিয়ে ও তাদের হেয়ারিং Hearing পাশ করে দেন।
এই অপরাঁধি নং 'এক' ও 'দুই' কে জব্দ করাটায় হবে প্রশাসনের কেরামতি। ***অপরাধী "দুই**" হল White Colored Criminal ও ধূর্ত সব কিছু আইনকে সঙ্গে নিয়ে দুর্নীতি করে, ও ট্রেড ইউনিয়নের সঙ্গে নিশ্চয় রফা আছে ও একে খুব শক্ত শায়েস্তা করা।
প্রশাসনের কি করা উচিৎ এখুনি - ১) দশটায় সব কাউন্টার খোলা ২) একবার লাইনে দাঁড়িয়ে যেন সর্বাধিক দুটি মাত্র এপ্লিকেশনই একসাথে জমা দেওয়া যায়। বর্তমান সরকারের থেকে শুধু এই টুকুই এখন আশা করছি , বাকীটা আমরা জনগণই করে নেবো । ৩) অফিসে হাজিরার সময় নিয়ে কড়াকড়ি করা কিছুদি্নের জন্য, যাতে এই "দুই**" কে নিয়মের খাঁচায় বশ করা যায়।
১) দশটায় সব কাউন্টার খোলা ও কাজ শুরু করা
২) একবার লাইনে দাঁড়িয়ে যেন সর্বাধিক দুটি মাত্র এপ্লিকেশনই একসাথে জমা দেওয়া যায়।
৩) অফিসে হাজিরার সময় নিয়ে কড়াকড়ি করা কিছুদি্নের জন্য,
৪) সব কাউন্টারের খুলে রাখার সময় বাড়ানো ও সপ্তাহে পাঁচ দিন করে খুলে রাখা।
ক্লিক করুন ও সব ফর্ম পান ধন্যবাদ
**কিভাবে বর্তমানে সাধারণ নাগরিকরা ক্ষতিগ্রস্থ ? সংবিধানের বর্ণিত দুটি ধারার Equallity before laws ও Equal protection from Laws, সাধারণ নাগরিকদের এই দুটি সংবিধানের ধারার অধিকার হরন করা হচ্ছে বেনিয়ম করে । বর্তমানে BL&LRO Shyamnagar Office শুধু দালালদেরই সব অধিকার দিচ্ছে ও শুধু তাদের স্বার্থকেই রক্ষা করে চলেছে । আর এটার নামই হোল ভারতখ্যাত Corruption**
পিডিএফ ফাইলে পেতে ক্লিক করুন
অপরাধী এক - একজন সরকারী কর্মী সকাল ৯টাতেই অফিসে আসে ও এসে নিজের সরকারি পদ মর্যাদাকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে সব মিউটেশন বা (জমির পর্চার) সার্ভিসপ্রার্থীকে বাধ্য করে এই দিন শুরুর strategic সময় ১০টা কে কাজে লাগিয়ে সবাইকে দুর্নীতির দিকে ঠেলে দেয়। যেই কেউ মিউটেশনের Form 50 নিয়ে আসে তো তাঁকে বলে দেয় সরকারিভাবে "সকাল ৬টায় এসে নিচে লাইনে দাড়ান এখানে ১০টায় পর আর কাউন্টারে কোনও ফর্ম জমা নেওয়া হয় না!! আপনি কোনও মহূরী খুঁজে নিয়ে আপনার মহূরীর/দালালের সঙ্গে এ ব্যপারে কথা বলুন!!"
অপরাধী দুই** - মিউটেশন কাউন্টারের (UDC) হেড ক্লাক - উনি ইচ্ছাকৃতভাবে এক ঘণ্টা দেরী করে ডট ১১টায় নিজের বসার জায়গায় এসে সামনের কাউন্টারকে পাকা এক ঘণ্টা কর্মহীন করে রাখেন যাতে একটা বিচ্ছিরি বেখাপ্পা ভীর জমে যায় ও এই উৎকন্ঠায় ভরা সময়টায় সব দালালরা হতদ্দম নাগরিকদের সঙ্গে রফা করে নিতে পারে এই ইচ্ছাকৃত সৃষ্টি করে দেওয়া সুযোগটাকে কাজে লাগিয়ে। ফলে সঙ্গে এও ম্যাসেজ স্পষ্ট ভাবে সবার মাথায় ঢুকে যায় নিজে নিজের কাজ করে নেওয়া এখানে প্রায় অসম্ভব। এই (unholy Govt.+Private partnership) ইছাকৃতভাবে সৃষ্টি করা অসুবিধাটাই (এটাই হোল মূল দুর্নীতি যা চেনা শক্ত) প্রতিটি মিউটেশন রেটকে অতিরিক্ত হাজার টাকায় নিয়ে যায়। যা দুভাগে ভাগ হয়। নিচে যারা দালালদের কাছে ৯ঃ৩০ মিঃ ফর্ম ৫০ জমা দেয় তাদেরি কেবল ১০টার পর অফিসের মিউটেশন কাউন্টারের লাইনে থাকতে দেওয়া হয়।
অপরাধী তিন - এক Revenue Officer - উনি সরাসরি দালালদের থেকে ফাইলের বান্ডিল জমা নেন লাইন ডিঙিয়ে ও তাদের হেয়ারিং Hearing পাশ করে দেন।
এই অপরাঁধি নং 'এক' ও 'দুই' কে জব্দ করাটায় হবে প্রশাসনের কেরামতি। ***অপরাধী "দুই**" হল White Colored Criminal ও ধূর্ত সব কিছু আইনকে সঙ্গে নিয়ে দুর্নীতি করে, ও ট্রেড ইউনিয়নের সঙ্গে নিশ্চয় রফা আছে ও একে খুব শক্ত শায়েস্তা করা।
প্রশাসনের কি করা উচিৎ এখুনি - ১) দশটায় সব কাউন্টার খোলা ২) একবার লাইনে দাঁড়িয়ে যেন সর্বাধিক দুটি মাত্র এপ্লিকেশনই একসাথে জমা দেওয়া যায়। বর্তমান সরকারের থেকে শুধু এই টুকুই এখন আশা করছি , বাকীটা আমরা জনগণই করে নেবো । ৩) অফিসে হাজিরার সময় নিয়ে কড়াকড়ি করা কিছুদি্নের জন্য, যাতে এই "দুই**" কে নিয়মের খাঁচায় বশ করা যায়।
১) দশটায় সব কাউন্টার খোলা ও কাজ শুরু করা
২) একবার লাইনে দাঁড়িয়ে যেন সর্বাধিক দুটি মাত্র এপ্লিকেশনই একসাথে জমা দেওয়া যায়।
৩) অফিসে হাজিরার সময় নিয়ে কড়াকড়ি করা কিছুদি্নের জন্য,
৪) সব কাউন্টারের খুলে রাখার সময় বাড়ানো ও সপ্তাহে পাঁচ দিন করে খুলে রাখা।
ক্লিক করুন ও সব ফর্ম পান ধন্যবাদ
**কিভাবে বর্তমানে সাধারণ নাগরিকরা ক্ষতিগ্রস্থ ? সংবিধানের বর্ণিত দুটি ধারার Equallity before laws ও Equal protection from Laws, সাধারণ নাগরিকদের এই দুটি সংবিধানের ধারার অধিকার হরন করা হচ্ছে বেনিয়ম করে । বর্তমানে BL&LRO Shyamnagar Office শুধু দালালদেরই সব অধিকার দিচ্ছে ও শুধু তাদের স্বার্থকেই রক্ষা করে চলেছে । আর এটার নামই হোল ভারতখ্যাত Corruption**
পিডিএফ ফাইলে পেতে ক্লিক করুন
just fuck them bloody bastards officers
ReplyDeleteHow do I pay khajna through online??
ReplyDeleteHow do I pay khajna through online??
ReplyDeleteHow do I pay khajna through online??
ReplyDeleteHow do I pay khajna through online??
ReplyDeleteOur joint properties are saling some coshairer and mutation against these saled properties may be kept pending till all shair holders sale their part
ReplyDeleteপূর্বের মালিকের ২০০২-তে সম্পূর্ন জমি বিক্রি ও ন্যস্ত করার মাত্র আধকাঠা জমির নাম পরিবর্তন হয়নি । সেজন্য সংশ্লিষ্ট দপ্তরে সহানুভূতি প্রার্থিত ।
ReplyDeleteThank You and I have a keen offer: House Renovation Canada average remodel cost
ReplyDelete