Friday, December 11, 2015


BLLRO Shyamnagar Address সকালের এই ইচ্ছাকৃত জমানো ভিড়টাই হল দুর্নীতির ভিত, এটাকে ভেঙ্গে ফেলতে হবেই। 
দুর্নীতির শুরুটা  হয় সকালেই দম বন্ধ করা  ভীর  সৃষ্টি করে, যাতে কেউ নিজে কাজ করে নেবার চেষ্টা  না করে. আপনি অফিস আওয়ারে  কিছুতেই কোনো এপ্লিকেশন জমা দিতে পারবেন না। অদ্ভুত নিয়ম। সকাল  ৬টা  থেকে  ৯:৩০ টার  মধ্যে  শুধু  সোম  ও   মঙ্গল  লাকি ৫০ হলে আপনার সুযোগ আছে এপ্লিকেশন জমা দেবার। তবে যদি মুহুরীর  বা অন্য দালালের গোপন চিহ্ন না থাকে তবে আপনার ঘন্টা হবে,  কোনো ভাবে জমা  পরলেও, পরে  ক্যানসেল করে দেবে কারন কোনো সরকারী রসিদ পাবেন না.
Sir, BL&LRO office at Shyamnagar located at Ashirdabad Lodge Ph No 2586-0016 has become a den of corruption and it introduced a Pro-Broker Mutation Application Section by which a common citizen can't submits officially his application at stipulated official hours. He has to come up at morning 7 am to stand in queue and 9:30 am his application will be collected by tout and unofficial token number (hand chit) will be given by tout and at 11:30 am Mutation Dept Officials declare pronounce their judgement which day to come without assigning any official receipt.
(বাকী সব ব্লগ পড়ার জন্য উপরে ডান পাশের Blog Archive-এ গিয়ে পর পর পড়ুন!) এই ১০ টার সময় ইচ্ছাকৃতভাবে জমানো অনিয়ন্ত্রিত বাপক ভিড়টাই হল দুর্নীতির চাবিকাঠি, যখন কাউন্টারের কেউ কোনও উত্তর দেবে না ও হাওয়ায় ভাসিয়ে দেওয়া খবর ও গুজব  হল সকালে ৬ টা থেকে ৯ঃ৩০ নীচে লাইনে দাঁড়ান শুধু সোম ও মঙ্গল বার, ১০ টার পর  আর   কোনও ফর্ম জমা নেওয়া হয় না!! ফর্ম ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন – দাগের তথ্য ও মিউটেশন ফর্ম

কেন একবার লাইনে দাঁড়িয়ে মাত্র দুটি ফর্ম জমা দিতে দেওয়া উচিত?  প্রায় সব (98%) ব্যক্তিগত প্রচেষ্টা মাত্র দুটিতেই শেষ হয়, কিন্তু যদি দালাল, Tout, Private Help, মহূরী , যাই বলুন না কেন, এরা জরুরি সমাজের জন্য, কিন্তু এরা যদি একসঙ্গে ৫০ টা ফর্ম একবার লাইনে দাঁড়িয়ে জমা দিয়ে দিতে পারে, তখন এরা সমাজশ্ত্রুতে পরিণত হয়। কারন তখন এরা অজানা, অল্প জানা, নাগরিকদের জ্ঞান বিক্রি না করে , সরকারী কর্মীদের কিনে নিতে সর্বশক্তি নিয়োজিত করে, Clientsদের থেকে উচ্চদামের পয়সা নিয়ে, কর্মচারীদের সেই পয়সার ভাগ দিয়ে বা অনবরত ঘুশ দিয়ে। এই অবস্থায় পুরো অফিসের দখল এদের হয়ে যায়, শুরু হয় সাধারণ নাগরিকদের হয়রানি।
এই সমস্ত স্তরে  জমে ওঠা কুঅভ্যাস দূর ও গণতান্ত্রিক রীতি নীতি আবার পুনঃ স্থাপন করতে S.I. লেভেলের পুলিশ পোস্টিং  এক মাসের জন্য দরকার।
মাননীয়া মুখ্যমন্ত্রী সমীপেষু
পশ্চিমবঙ্গ সরকার ৭ম তল নবাণ্ণ  হাওড়া
বিষয়‎ঃ শ্যামনগর BL&LRO অফিস থেকে দুর্নীতি দূর করা ও নাগরিকদের সহজ সুবিধা প্রদান
মহাশয়া
নিম্নে   বর্ণিত  ঘটনার  বিবরণ দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ প্রাথনা করছি।     
Ph No 2586-0016 শ্রী শ্য্যামল কুঃ দাস(RO)  >> শ্যামনগরের বি এল আর ও অফিসের দুর্নীতির পেছনে সম্ভবত দুজন রেভিনুএ অফিসার, যারা সাধারন দাগের তথ্য ও জমির পর্চা (Muration Certificate) তৈরী করতে আসবেন এখানে, তখন খারাপ  দুর্নীতির শিকার হবেন, কারন এমন সরকারী ব্যবস্থা করে রাখা আছে, যে কাজ পাবার তাগিদে ন্যূনতম  হাজার টাকা খসাতেই হবে, এ ছাড়া নিজে নিজে কাজ করে নেবার কোন পথ সরকারী ভাবে খোলা নেই।
১) সকাল ৬ টা থেকে ৯;৩০ পয়্যন্ত আপনি লাইনে দাড়াতে পারেন, তাও গেটের বাইরে,
২) এখানেই দালালরা আপনার থেকে আপনার application জমা নিয়ে নেবে ও দর দাম  ঠিক করে নেবে ও রফা হলে  ছোট্ট বেসরকারি নাম্বার দেবে।
৩) যদি আপনি  হারকাঠে মাথা  গোঁজেন, মাল কড়ি ফেলেন, ১০ঃ৩০ পর সরকারী বাবুরা এসে আপনার থেকে ফিস্ নেবেন ও  কবে আসতে হবে বলে  দেবেন।  আর ঘোষণা করবেন মাত্র ৫০ জনের জমা নেওয়া হল।
৪) সকালে অফিস খুলেই এমন কায়দা করে কাউন্টারের সামনে  ভিড় জমিয়ে রাখে, আপনি ১০টায়  এসে কোন ট্যাঁ ফোঁ করতে সাহস পাবেন না, এছাড়াও আছে গজিয়ে ওঠা স্থানীয় ভয়। এই ভিড় জমানোটাই হল দুর্নীতির মূল  ভিত্তি। এর পেছনের মাথা হল সরকারী কর্মীর কায়েমী স্বার্থ।  
৫) যদি 'মমতা সরকার' সফলভাবে এমভিএ-র (Motor Vehicles) দুর্নীতি দূর করতে পারে তবে এখানে পারবেনা কেন?
৬) ওখানে এমন সিস্টেম  চালু করতে হবে যাতে  'অর্থের বিনিময়ে সরকারী সারভিস পার্থীর' অয়থা সময় নষ্ট না করতে পারে এই সব দুর্বিনীত সরকারী কর্মীরা। স্পষ্ট বৈ্ধ ভরাট ফর্ম নোটিস বোর্ডে লিখে রাখতে হবে জনগণের দেখার ও শেখার  জন্য। web site-এ এগুলো upload করে রাখতে হবে।
৭) সমস্ত জমার স্পষ্ট সরকারী  রসিদ দিতে হবে ও Hearinging জন্য নির্দিষ্ট সময় দিতে হবে যাতে সাড়াদিন নষ্ট না  হয়। 
৮) এখন সব রকম   ফর্ম জমা, মাত্র সপ্তাহে দু দিন আধ ঘণ্টার জন্য জমা  নেওয়া হয়, এটাকে কমপহ্মে   রোজ  ছয় ঘণ্টার সময় করে দিতে হবে ও মূল্যায়ন করতে হবে কি উন্নতি হল।
৯) কোন ফর্ম rejection  স্পষ্ট কারন লিখে ফেরত দিতে হবে ও তা  যেন অতি যথেস্থ  কারন হয়, ও হয়রানির একটা শেষ সরকারী সুযোগ না হয়ে দাঁড়ায়। 
১০) এখানে এখন  ভাল সৎ সরকারী হেড বা প্রধান দরকার যিনি দুর্নীতি পচ্ছন্দ করেন না। 
 রাজ্যের  উচ্চ পদস্থ অফিসারদের নিকট প্রাথর্ণা সরকারী অব্যবস্থা দূর করার জন্য

[সরকারী কর্মীরা অধীর আগ্রাহে দালালদের কাজের বাণ্ডিলের (সংখ্যা  গুন  ১০০ টাকা ) জন্য অপেক্ষা করে ও কাউন্টারে বাণ্ডিল ঢুকে গেলে, সাধারন নাগরিকের কাজ  ফেলে রেখে অগুলো আগে শেষ করে ৪ টের মধ্যে, বাড়ী যাওয়ার সময় কি পায় আর বলছি না। যদি সরকারী কর্মীরা দালালদের সাহায়্য করতে চান তো  করতেই পারেন, তবে তা ৫ টার পর  তাদের জন্য  কাজ করে, ভুলে গেলে চলবেনা সরকার তাদের মাইনা দেন ১০ থেকে ৫টা পর্যন্ত সাধারন নাগরিকদের সার্ভিস দেবার জন্য। সেটা করে যা ইচ্ছা করুন আমাদের কোনও ক্ষতি নেই। ]  
 ***** বর্তমানে আপনি সরাসরি BLRO মিউটেশন কাউন্টারে কোনভাবেই আপনার নিজের ফর্ম জমা দিতে পারবেন না। এমন জাঁতাকল করে রাখা আছে যে দশটায় গিয়ে দেখবেন ১০০ জনের লাইন  সামনে  আর ১টার সময়  টাইম ওভার, তো বারবার ফিরে যান বা দালাল ধরুন, এই দুটি রাস্তা খোলা আপনার সামনে এখন ।     ****    


1 comment: